Welcome to Taxpayer's Identification Number (TIN)
Registration / Re-registration
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
রাজস্ব ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০
e-TIN Re-registration সংক্রান্ত বিজ্ঞপ্তি
সম্মানিত করদাতাগণ নিশ্চয় অবগত আছেন যে গত ৩১ ডিসেম্বর ২০১৪ ইং e-TIN Re-registration এর সময়সীমা উত্তীর্ণ হেয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত ও উন্নততর সেবা প্রদানের উদ্দেশ্যে করদাতাদের বর্তমান ১০ (দশ) ডিজিটের TIN পরিবর্তন করে e-TIN পদ্ধতির মাধ্যমে অনলাইনে নতুন ১২ (বার) ডিজিটের TIN প্রদানের ব্যবস্থা বিগত ০১/০৭/২০১৪ তারিখ হতে চালু করেছে। নতুন এ পদ্ধতি প্রবর্তনের ফলে ১ জানুয়ারী ২০১৪ থেকে পুরোনো ১০ (দশ) ডিজিট TIN আর কার্যকর থাকবে না। উক্ত ব্যবস্থার মাধ্যমে সম্মানিত করদাতাগণ তার সুবিধাজনক স্থান ও সময়ে www.incometax.gov.bd ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে Re-registration করে ১০ (দশ) ডিজিট TIN এর স্থলে ১২ (বার) ডিজিট এর TIN গ্রহণ করতে পারেন। তাছাড়া Re-registration প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষে জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তি করদাতাদের ২০১৪-২০১৫ করবছরের রিটার্ন দাখিলের সময় ১২ (বার) ডিজিটের টিআইএন গ্রহণ করে থাকলে তা উল্লেখ করতে অথবা রিটার্নের সাথে Re-registration সংক্রান্ত ফরম দাখিলের জন্য অনুরোধ করছে। Re-registration সংক্রান্ত ফরম সংশ্লিষ্ট সার্কেল, জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.nbr-bd.org অথবা ' e-TIN Registration পদ্ধতি' এর ওয়েবসাইট www.incometax.gov.bd হতে ডাউনলোড করা যাবে। করদাতাগণ নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট সার্কেল স্ব-উদ্যোগে করদাতার Re-registration প্রক্রিয়া সম্পন্ন করে ১২ (বার) ডিজিট এর নতুন TIN প্রদানপূর্বক করদাতাকে অবহিত করবে। তথ্য প্রদান সংক্রান্ত ছক ডাউনলোড করতে ক্লিক করুন লিংক পিডিএফ
উল্লেখ্য সম্মানিত করদাতাদের সুবিধার্থে অন্যান্য বছরের ন্যয় এবারও "আয়কর মেলা ২০১৫" আগামী ১৬-২২ সেপ্টেম্বর ২০১৫ তারিখ অফিসার্স ক্লাব, বেইলী রোড, ঢাকা সহ দেশের সকল বিভাগীয় ও জেলা শহরে অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের সুবিধার্থে 'e-TIN Registration পদ্ধতি' তে স্বচ্ছ ও নির্ভুল প্রক্রিয়ার মাধ্যমে TIN Registration/Re-registration সম্পর্কিত সেবা প্রদানেরও ব্যবস্থা করেছে।
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার সার্বিক সহযোগিতা জাতীয় রাজস্ব বোর্ড একান্ত ভাবে কামনা করছে
জাতীয় রাজস্ব বোর্ড
0 comments: